ফরহাদ মেহেদী ঃ
আশুলিয়ার জনপ্রিয় বিনোদন কেন্দ্র থিমপার্ক
ফ্যান্টাসী কিংডমের নাম ব্যবহার করে একটি চক্র
দীর্ঘদিন যাবৎ অসাধু উপায়ে অর্থ উপার্জন করে
আসছে।
জানা যায়,ফ্যান্টাসী ইভেন্ট হাউজ নামে একটি
কোম্পানীর আড়ালে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন
কোম্পানীর কথিত চেয়ারম্যান মোঃ হারুন
মিয়া।তিনি ফ্যান্টাসী কিংডমে সহকারী
মার্কেটিংয়ে কর্মরত বলে জানা গেছে।
বিশদ অনুসন্ধানে স্থানীয়রা জানান,কথিত চেয়ারম্যান
হারুন মিয়ার আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে,আজ
তিনি নামে বেনামে অনেক অর্থবিত্তের মালিক
হয়েছেন আর নিয়মিত কমিশন পেয়ে গোপনে হারুন
মিয়াকে সহযোগিতা করে যাচ্ছেন ফ্যান্টাসী
কিংডমের দুই কর্মকর্তা মিঃ রাম ও সুশান্ত সাথে
রয়েছেন সিজান নামের একজনও।
এক সময়ের নিম্ম কর্মচারী এখন প্রায়
কোটিপতি।অর্থ থাকার কারনে একের পর এক বিয়ে ও
অসামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন কথিত
চেয়ারম্যান মোঃ হারুন মিয়া।
এছাড়া আরো জানা যায়,বিভিন্ন পোশাক
কারখানায় পিকনিকের শিল্পি ভাড়া ও অনুষ্ঠান করার
কথা বলে ফ্যান্টাসী কিংডমের নাম ব্যবহার করে
অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানীর ও অভিযোগ আছে।নাম
প্রকাশ না করার শর্তে ফ্যান্টাসী কিংডমের
একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, রাম ও
সুশান্ত স্যার থাকার কারনে কেই হারুনের বিরুদ্ধে
কিছু বলতে সাহস পায় না।এর একটা সমাধান হওয়া
উচিত বলে ও তারা মন্তব্য করেন।