স্পোর্টস ডেস্কঃ
সব ঠিক থাকলে শনিবার তৃতীয় টেস্টে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের। কিন্তু শুক্রবার ক্রাইস্টচার্চের একটি মসজিদে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টে যায় সব পরিস্থিতি। পুরো বিশ্বকে নাড়া দেওয়া সেই ঘটনার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ভয়াবহ সেই ঘটনায় মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়া ক্রিকেটারদের শনিবার রাতেই দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরে ক্রিকেটারদের গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিধ্বস্ত ক্রিকেটারদের মানসিক অবস্থা বুঝতে পেরে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিসিবিপ্রধান।
বিমানবন্দর থেকে দ্রুত বেরিয়ে যান দেশে ফিরে আসা ক্রিকেটাররা। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সামান্য কিছু কথা বলেন সাংবাদিকদের সামনে। এ সময় তাঁর পাশেই ছিলেন বোর্ড সভাপতি। সামান্য আলাপচারিতায় দলের সব ক্রিকেটারকে এ মুহূর্তে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা না করার কথা বলেছেন তিনি। দলের সঙ্গে আলাপচারিতার বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে ওরা এসেছে, তা আমি ওদের সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি। ঘটনার পরপরই আমরা সবাই বুঝতে পারছিলাম ওদের মানসিক অবস্থাটা কেমন।’
লম্বা সফর, দুঃসহ অভিজ্ঞতা ও ভ্রমণজনিত ক্লান্তির কারণে ক্রিকেটারদের সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি বোর্ড সভাপতির। সংক্ষিপ্ত কথায় প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছেন। সে প্রসঙ্গে বলেন, ‘ওদের দেশে ফেরার ভ্রমণটা বেশ লম্বা ছিল, প্রায় ২২ ঘণ্টার। আমি শুধু বলেছি, এখন সবকিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেভাবে ভালো লাগে, সেভাবে কয়েকটা দিন কাটাও। ক্রিকেট নিয়ে এ মুহূর্তে চিন্তাভাবনা করতে বারণ করেছি। বলেছি, পরিবারের সঙ্গে সময় কাটাও। আর আমরা সবাই রয়েছি। যদি কারো কোনো সহযোগিতা লাগে, তাহলে আমরা আছি।’
ক্লান্তি, অবসন্নতা আর মানসিক আঘাত যা-ই থাকুক না কেন, ক্রিকেটাররা যে নিরাপদে দেশে ফিরে আসতে পেরেছে, এটাই বোর্ড সভাপতি নাজমুল হাসানসহ সবার জন্য স্বস্তির সংবাদ।