জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরো বেশ কয়েকজন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা। জাতীয় ঐক্যফন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ ছেড়ে যাননি বলেও জানান সুলতান মনসুর।