অনলাইন ডেক্সঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে সামগ্রিক ব্যবস্থার উন্নতির জন্য ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে একটি মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রতিদিন রাস্তায় ১৬০টির মতো নতুন গাড়ি প্রবেশ করছে। রাস্তাঘাট নেই, খানাখন্দ ছাড়াও উন্নয়নমূলক নানা কাজ চলছে। এ জন্যই সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘জনগণ কোনোদিনই জঙ্গি, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দেয় না। এটাই আমাদের বড় শক্তি।’