অনলাইন ডেস্কঃ
আমেরিকায় প্রশিক্ষণ নিয়েছিল সৌদি সাংবাদিক জামাল খাশোগির খুনিরা- এমনটিই দাবি করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এই গণমাধ্যম প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন খাশোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক বলেও পরিচিত ছিলেন তিনি। গত বছর অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।প্রাক্তন সহকর্মীর হত্যার তদন্তে নেমে ইতোমধ্যে একাধিক মার্কিন ও সৌদি সূত্রের সাক্ষাত্কার নেন দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ডেভিড ইগনেসিয়াস। সেখান থেকে উঠে আসা তথ্য নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি।ওই প্রতিবেদন থেকে জানা গেছে, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সুযোগ নেয় খাশোগির খুনিদের মধ্যে কয়েকজন। আরকানসাসের টিয়ার-১ গ্রুপ সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নেয় তারা।সৌদি গোয়েন্দা এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বিশেষ সুযোগ-সুবিধা দেয় মার্কিন সরকার যার মধ্যে অন্যতম হলো তাদের গোয়েন্দাদের প্রশিক্ষণ দেয়া। এই সুবিধার তত্ত্বাবধানে রয়েছে কালপেপার ন্যাশনাল সিকিউরিটি সলিউশনস সংস্থা। আর এতে যুক্ত আছেন মার্কিন গোয়েন্দাবাহিনী সিআইএ-র কিছু সাবেক কর্মকর্তাও।সিআইএ-র পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন মার্কিন সংস্থাকে আগেই সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছেন ডেভিড ইগনেসিয়াস। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন নিয়ে টিয়ার-১ গ্রুপ বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বলে সতর্ক করেছিল সিআইএ।তখনও খাশোগি হত্যাকাণ্ড ঘটেনি। তাই সতর্কবার্তা বিশেষ আমলে নেয়া হয়নি। তবে জামাল খাশোগির হত্যার পর থেকে সৌদি সরকারের জন্য চালু ওই বিশেষ সুবিধা আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাও বন্ধ রাখা হয়েছে।