অনলাইন ডেস্কঃ
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের উদ্দেশে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু আমার না, ঐক্যফ্রন্টের না, বিএনপির না, সারা বাংলাদেশের মানুষ এখন তাঁর মুক্তি চায়। আপনারা মুক্তি চান? তাহলে মাঠে যেতে হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব এসব কথা বলেন।
আবদুর রব বলেন, আপনারা গণতন্ত্রের, বাক-স্বাধীনতার, ভোটের অধিকার চান? এসব খালেদা জিয়ার মুক্তির দাবির সাথে একাত্ম হয়ে গেছে। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে সব দাবি আদায় হবে। এজন্য শুধু প্রেসক্লাবে স্লোগান দিলে চলবে না। আন্দোলন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায়, মহানগরীতে ছড়িয়ে দিতে হবে। তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে।
সরকারের উদ্দেশে আ স ম আবদুর রব বলেন, যদি পুনর্নির্বাচন না দেন আন্দোলনের মাধ্যমে যদি আপনাদের বিদায় নিতে হয় তাহলে এই দেশে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, চিরদিনের জন্য হারিয়ে যাবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, জাতীয় ঐক্যফ্রন্ট প্রস্তুতি নিচ্ছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
রাষ্ট্র নাই, রাষ্ট্র শেষ হয়ে গেছে মন্তব্য করে আ স ম আবদুর রব বলেন, দেশে কোনো অধিকার নাই, ভোটের অধিকার নাই, বাকস্বাধীনতা নাই, রাষ্ট্র শেষ হয়ে গেছে, রাষ্ট্র আর নাই।
জেএসডির সভাপতি বলেন, বনানীতে-গুলশানে আগুন নিভবে না। ২২তলা ভবন করার অনুমতি দিয়েছেন, আগুন নিভানোর সরঞ্জাম রাখেন নাই। আগুন নিভবে কেমনে? রাস্তায় লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। আসলে এ দেশে জীবনের নিরাপত্তা নাই। সবচেয়ে সস্তা দাম হলো এ দেশের মানুষের জীবন।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।