নোয়াখালী:
ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনায় ইউসুফ মাঝি (৪৮) ও আবুল বাশার (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতা নারীর অভিযোগ, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে স্বামীকে নিয়ে ভোট দিতে যান তিনি। এর আগে চশমা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন বাবরের পক্ষে প্রচারণা চালান দুজনে। ভোট শেষে সন্ধ্যায় তিনি ও তাঁর স্বামী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে। পরে পাশের একটি মৎস্য খামারে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে তাঁর স্বামী ও নির্যাতিতা মহিলার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা নির্যাতিতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’