অনলাইন ডেস্কঃ
রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানার পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে হোটেল সম্রাটের সাততলার কক্ষ থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তরুণের নাম আমিনুল ইসলাম সজল (২১), তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন (১৯)। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। সজল তেজগাঁও কলেজে ও জেরিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়তেন।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, উভয়ের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান সেন্টু মিয়া।
-সুত্র,এনটিভি