অনলাইন ডেস্কঃ
পিরোজপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
স্কুলছাত্রীর মা জানান, নিজ বাড়ির সামনে তাঁর একটি দোকান আছে এবং তাঁর স্বামী একটি স’মিলে কাজ করেন। গতকাল সন্ধ্যার পর মেয়েটি একা ঘরে পড়াশোনা করছিল। ওই সময় তিনি দোকানে ছিলেন। সেই সুযোগে আইবান নামের স্থানীয় এক যুবক স্কুলছাত্রীর মুখ বেঁধে তাকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওই বাগান থেকে মুখ বাঁধা ও আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে অভিযোগের উদ্দেশ্যে মেয়েটিকে নিয়ে সদর থানায় যান পরিবারের লোকজন। পুলিশ সেখান থেকে তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।
এদিকে এ ঘটনার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হাসপাতালে কোনো গাইনি চিকিৎসকের সাক্ষাৎ না পাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, ‘হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে। মেয়েটির মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি আমরা দেখছি। এর সত্যতা যাচাই সাপেক্ষে মেয়ের মা যদি মামলা করেন, নিশ্চয়ই মামলা গ্রহণ করা হবে। আসামিকেও গ্রেপ্তার করার জন্য (পুলিশের) টিমগুলো কাজ করছে। আশা করছি, অপরাধী যেই হোক না কেন, তাকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।-সুত্র এনটিভি