অনলাইন ডেস্কঃ
আগুন লাগে গোয়ালঘরে। তিনটি গরু ছিল সেখানে। বৃদ্ধ সালেহা খাতুন গরুগুলো বাঁচাতে যান। কিন্তু তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাঁচানো যায়নি তিনটি গরুও।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে আনছের আলীর গোয়ালঘরে। নিহত সালেহা (৬৫) আনছের আলীর স্ত্রী। আগুনে পুড়ে গেছে তাঁদের বসতঘরও।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, গতকাল রাত ২টার দিকে বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা আনছের আলীর গোয়ালঘরে আগুন লাগে। সে সময় আনছের আলীর স্ত্রী সালেহা গোয়ালঘরে থাকা তিনটি গরুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গরু তিনটিও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় আসবাবপত্রসহ সালেহার পুরো বাড়ি। গোয়ালঘরে রাখা খড় থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে জানান ওসি।