স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত মানু সনি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গুরুত্বপূর্ণ পদে এই গণমাধ্যম ব্যক্তিত্বের দায়িত্ব নেওয়ার খবরটি এরই মধ্যে নিশ্চিত করেছে আইসিসি।
স্টার স্পোর্টসের পরিচালক এবং ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন মানু। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়েছেন।
চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে মানুকে প্রধান নির্বাহী হিসেবে চূড়ান্ত করে আইসিসির মনোনয়ন কমিটি। তা ছাড়া মানু একজন পেশাদার সাংবাদিক।
আইসিসির প্রধান নির্বাহীর পদে যুক্ত হওয়ার আগে থেকেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। এই দায়িত্ব নিয়ে মানু বলেন, ‘আমাকে নির্বাহীর দায়িত্ব দেওয়ায় আইসিসির প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। আমি এমন একটা মুহূর্তে নির্বাহী প্রধানের দায়িত্ব পেলাম, যখন ক্রিকেট কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। আমি চাই ক্রিকেটকে আরো এগিয়ে নিতে।’
আর আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘তাঁর ২২ বছরের বাণিজ্যিক অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট নিয়ে। তাই আশা করি, তিনি ক্রিকেট ও আইসিসিকে আরো উন্নতির পথে এগিয়ে নেবেন। তাঁকে নিয়োগ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
মানুর প্রশংসা করে আইসিসির চেয়ারম্যান আরো বলেন, ‘ক্রিকেট ও সম্প্রচার মাধ্যম—এ দুটিতেই মানুর নেতৃত্বের সফলতা রয়েছে। তাই আমরা সকলেই মানুকে নেওয়ার জন্য একমত হই। আমরা সবাই মানুর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’