অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে মা ফাতেমা বেগম (৩৫) ও ছেলে সাফওয়ান (৫) মারা গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সাফওয়ান এবং আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ১০ ঘণ্টার ব্যবধানে ফাতেমা মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।
সাফওয়ানের শরীরের ৯৭ শতাংশ এবং ফাতেমার শরীরের ৮৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গিরিধারা আবাসিক এলাকায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাসের আগুনে ফাতেমাসহ তাঁর তিন সন্তান দগ্ধ হন।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধ অন্য দুই সন্তান হলো ফারিয়া (৯) ও রাফি (১১)। তারাও আশঙ্কাজনক।