স্পোর্টস ডেস্কঃ
ব্যাট হাতে দারুণ ফিনিশিং, আর নতুন বলে সুইং ও লেন্থের গুণে বাংলাদেশ দলের জন্য খুব কার্যকারী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন বিশ্বকাপ দলে তাঁর জায়গা মোটামুটি নিশ্চিত। তবুও এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না এই তরুণ। আপাতত ঢাকা লিগেই মনোযোগ তাঁর। দল ঘোষণা হলে তবেই ভাববেন ইংল্যান্ড যাত্রা নিয়ে।
চলমান লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে সাইফউদ্দিদের দল আবাহনী লিমিটেড। আগামীকাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হবে সাইফউদ্দিনরা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে সংমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। সেখানে নিজের বিশ্বকাপ ভাবনা নিয়ে জানান ফেনীর এই ক্রিকেটার।
দলে থাকার প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে এমন কিছুই আমার মাথায় কাজ করছে না। আপাতত আমি ডিপিএলের ম্যাচগুলো নিয়ে চিন্তা করছি। যখন দল ঘোষণা হবে, যখন বিশ্বকাপের টিকেট হাতে পাব, তখন চিন্তা করব।’
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলে নাম লেখান সাইফউদ্দিন। সেই হিসেবে এবারই তাঁর সামনে প্রথম বিশ্বমঞ্চে খেলার হাতছানি। আপাতত না ভাবলেও স্বাভাবিকভাবে কাজ করছে প্রথমবার বৈশ্বিক মঞ্চে খেলার স্বপ্ন। তাঁর কথায়, ‘প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। যদি সুযোগ পাই অবশ্যই আমারও স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন, নিজেকে প্রমাণ করার মতো ভালো মঞ্চ বিশ্বকাপ। বিশেষ করে আমরা যারা জুনিয়র প্লেয়ার, তাদের জন্য। ভালো করলে সামনে আরো ভালো সুযোগ আসবে। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার।’
কথা ছিল নিউজিল্যান্ড সফর করে আসা ক্রিকেটাররা অন্তত আট-দশদিন বিশ্রাম নেবেন। সেটা না করে ডিপিএলে নেমে পড়েন সাইফউদ্দিন। নিয়মিত খেলার মাঝে থাকায় বেড়েছে ইনজুরি সমস্যা। লম্বা রান আপ নিয়ে বল করার অবস্থাও বর্তমানে তাঁর কম। তবুও চাপ নিচ্ছেন না। বরং অধিনায়ক মাশরাফির কথাকে প্রেরণা হিসেবে নিয়ে খেলে যাচ্ছেন নিয়মিত। অন্তত ১৩০ লাইন লেন্থে বল করার প্রত্যয় তাঁর মুখে। তিনি বলেন,‘আসলে চাপের কিছু নেই। মাশরাফি ভাই সবসময় বলেন, যে যত বেশি আত্মবিশ্বাসী তার কাজ তত সহজ। আমরা হয়তো রাবাদাদের মতো ১৫০ গতিতে বল করতে পারব না। তবে আমরা ১৩০ এর ঘরেই লাইন লেন্থ মেপে, সুইং করতে পারলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।’