অনলাইন ডেক্সঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘পয়লা বৈশাখে বর্ষবরণে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর উৎসবস্থলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং তা সার্বক্ষণিক মনিটর করবে র্যাব।’
তিনি বলেন, ‘নববর্ষকে ঘিরে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে র্যাব।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখ অনুষ্ঠানকে ঘিরে র্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসানসহ র্যাবের অন্যান্য ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের ভারপ্রাপ্ত ডিজি বলেন, ‘পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতা ঠেকাতে র্যাবের নিরাপত্তাবলয় জোরদার করা হয়েছে।’
পয়লা বৈশাখ ঘিরে কোনো ধরনের হুমকি আছে কি না এমন এক প্রশ্নের জবাবে কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো হুমকি নেই। রাজধানীতে র্যাবের পাঁচটি ব্যাটালিয়নের অধিকাংশ কর্মকর্তাই নববর্ষের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।’
তিনি বলেন, ‘রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ সব ভেন্যুতে ডগ স্কোয়াডসহ বম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং করবে। এ ছাড়া টহল টিম, মোটরসাইকেল প্যাট্রল ও অবজারভেশন পোস্ট থাকবে।’
তিনি আরো বলেন, ‘বড় ভেন্যুগুলো মনিটর করার জন্য আমরা নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছি। বড় ভেন্যুতে মোবাইল কোর্টসহ মেডিকেল টিম থাকবে, যাতে দেশের মানুষ নিবিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে।’
অপর এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আজ শুক্রবার থেকেই বর্ষবরণ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলছে এবং আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে তা মনিটর করা হবে, যা নববর্ষের রাত ১০টা পর্যন্ত চলমান থাকবে।’
তিনি বলেন, ‘নববর্ষ উদযাপনে রমনায় স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট থাকছে। টহল টিম, ফুট প্যাট্রল, ওয়াচ টাওয়ার ও মোটরসাইকেল প্যাট্রলের ব্যবস্থা থাকছে।’