আজ বাংলা ১৪২৬ সাল-নতুন বছরের নতুন একটি দিনের শুরুতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। “উদীত রবির প্রথম আলো, সকলের মন থেকে দূর করবে সকল কালো, এসো হে বৈশাখ, মাতাবে মন আনন্দধারায় সবাই। এই নতুন দিনে সবার আনন্দে হবে বাঁধনহারা, দিনটি হোক সকলের তরে আনন্দধারায়, সবাই সুখে শান্তিতে সারাজীবন থাকবে এই কামনা করছি। আজ এই নতুন দিনে নতুন ভাবে সবাই আনন্দে ভরে উঠুক খুশির জোয়ারে” “বাংলার প্রতিদিন পত্রিকা যেন দৈনিক পত্রিকা হিসেবে নতুন রূপে সবার সম্মুখে আসতে পারে সবার কাছে এই দোয়া কামনা করি। দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই আমরা, এই প্রত্যেয়ে বাংলার প্রতিদিন পরিবার আপনাদের সাথে আছি, আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। বাংলার নারী পুরুষ সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা রহিলো।
বাংলার প্রতিদিন পরিবার ।