অনলাইন ডেক্স:
মোংলা সমুদ্রবন্দরের দক্ষিণ-পশ্চিমে ৭৪০ কিলোমিটার দূরে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ আবদুর রহমান খান এনটিভি অনলাইন ওই তথ্য জানিয়েছেন।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবদুর রহমান খান আরো বলেন, ‘ঘূর্ণিঝড় ফণী প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ মোংলা সমুদ্রবন্দরে আঘাত হানতে পারে। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে চার নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।’
আবদুর রহমান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ সামান্য উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ( ১৭ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ তা ১৮০ কিলোমিটার বেগে বইছে।
মোংলা সমুদ্রবন্দরের দক্ষিণ-পশ্চিমে ৭৪০ কিলোমিটার দূরে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ আবদুর রহমান খান এনটিভি অনলাইন ওই তথ্য জানিয়েছেন।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবদুর রহমান খান আরো বলেন, ‘ঘূর্ণিঝড় ফণী প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ মোংলা সমুদ্রবন্দরে আঘাত হানতে পারে। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে চার নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।’
আবদুর রহমান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ সামান্য উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ( ১৭ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ তা ১৮০ কিলোমিটার বেগে বইছে।