অনলাইন ডেক্স:
ঘূর্ণিঝড় ফণীর কারণে স্থগিত করা হয়েছে আগামী ৪ মের এইচএসসি ও সমমানের পরীক্ষা। স্থগিত হওয়া ওই পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের এনটিভি অনলাইনকে ওই তথ্য জানান।
আবুল খায়ের জানান, আগামী ৪ মের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ মে। ঘূর্ণিঝড়ের কারণে ওই পরীক্ষা পেছানো হয়েছে।
আগামী ৪ মে উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান ও ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল।
ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় দ্রুত ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা মোংলা ও পায়রায় বন্দরকে ৭ এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা নাগাদ আঘাত হানার আশঙ্কা রয়েছে।