ঢাকাঃ
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলনে এসে এর বিরোধিতাকারী বামপন্থি দলগুলোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আন্দোলনরতদের ‘উন্নয়নবিরোধী’ আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছেন, “উল্টো রাজনীতি করেন বামপন্থিরা। বামদের কাজ হলো, উল্টো রাজনীতি করা।”
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি করবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, “বামরা বিশ্লেষণ করতে করতে অনু-পরমাণুতে পরিণত হয়েছে।
“তারা ভাঙতে ভাঙতে শূন্য থেকে অণু-পরমাণুতে পরিণত হয়েছে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সামরিক শাসক জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “জিয়ার সাথে ঝুড়ি-কোদাল নিয়ে খাল কাটতে হলে গেল।”
ওই সময় বাম রাজনৈতিক দলগুলো জিয়াউর রহমানকে ‘ছাড়’ না দিলে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় বসতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।