লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে রমারখীল গ্রামে শুক্রবার(১০জুন) দুপুরে এ ঘটনা ঘটে । নিহত লাবনী প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে ও রমারখীল ইসলামিয়া জাব্বারিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, এক সপ্তাহ আগে শ্রীরামপুর গ্রামের কবিরাজ বাড়ির জসিম উদ্দিনের সঙ্গে লাবনীর বিয়ে হয়। শুক্রবার দুপুরে লাবনী নিজের ঘরে বৈদুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে তার মা খুরশিদা বেগম চিৎকার করে। একপর্যায়ে প্রতিবেশিরা বিষয়টি দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাবনীর লাশ উদ্ধার করে । তবে স্থানীয়রা জানায় লাবনীর বিবাহটি ইচ্ছার বিরুদ্ধে দেওয়াতেই সে আত্মহত্যা করে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা । তবে ডাক্তারী রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন হবে।