নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযান চালানো জঙ্গি আস্তানার বাড়িটির মালিক মোহাম্মদ নূরুদ্দিন দেওয়ান, তাঁর স্ত্রী, তিন ছেলেসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে আটজনকে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
এর কিছু পরেই ওই বাড়ি থেকে তিনটি লাশ অ্যাম্বুলেন্সে করে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এর আগে আজ সকালে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে অভিযানে যান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। এতে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।
অন্য দুই জঙ্গি হলেন- মানিক (২৫) ও ইকবাল (৩৫)। ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানের পর পালিয়ে যান ইকবাল।