দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছে তারা।
লর্ডসে টস জিতে শুরুটা ভালোই করেন দুই ওপেনার। দলীয় ৮১ রানের সময় এ জুটি ভাঙেন ইমরান তাহির। ৪৪ রানে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। এরপর বাবর আজমের সঙ্গে জুটি গড়েন ইমাম-উল হক। তবে এই জুটি বেশিদূর যেতে পারেনি। ৪৪ রানে বাবর আজমও শিকার হন ইমরান তাহিরের।
হাফিজকে নিয়ে চাপ সামলে এগিয়ে যাচ্ছিলেন বাবর। তবে ২০ রানে হাফিজকে ফিরিয়ে জুটি বড় হতে দেননি এইডিন মারক্রাম। এরপর হারিস সোহেলকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান বাবর। ৮০ বলে ৬৯ রানের হিসেবি ইনিংস খেলে বাবর ফিরে গেলেও রানের চাকা শ্লথ হতে দেননি হারিস সোহেল।
স্লগ ওভারে ইমাদ ওয়াসিমকে নিয়ে ঝড় তোলেন হারানো ফর্ম খুঁজতে থাকা হারিস। ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজরা বেশিক্ষণ থাকতে পারেননি। ইনিংসের ২ বল বাকি থাকতে লুঙ্গির বলে ক্যাচ তুলে দেন ৫৯ বলে ৮৯ রানের কার্যকরী ইনিংস খেলা হারিস সোহেল। আর পাকিস্তান পায় ৩০৮ রানের পুঁজি।
স্কোর:
পাকিস্তান ৩০৮/৭ (৫০)
ইমাম উল-হক ৪৪ (৫৭)
ফখর জামান ৪৪ (৫০)
বাবর আজম ৬৯ (৮০)
মোহাম্মদ হাফিজ ২০ (৩৩)
হারিস সোহেল ৮৯ (৫৯)
ইমাদ ওয়াসিম ২৩ (১৫)
ওয়াহাব রিয়াজ ৪ (৪)
শরফরাজ আহমেদ ২* (২)
শাদাব খান ১* (১)
বোলার
কেগিসো রাবাদা ১০-০-৬৫-০
লুঙ্গি এনগিদি ৯-০-৬৪-৩
ক্রিস মরিস ৯-০-৬১-০
আন্দিলে ফেলুকাওয়ায়ু ৮-০-৪৯-১
ইমরান তাহির ১০-০-৪১-২
এইডিন মারক্রাম ৪-০-২২-১
টার্গেট ৩০৯।