সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে যুবককে মারধোর করে ৫০হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার রানীগাও ইউনিয়নের নোয়াবাদ গ্রামের আবুল খয়েরের ছেলে জীবন মিয়া গতকাল শনিবার দুপুরে তার ফুফুর বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে ভোলারজুম এলাকায় পৌছা মাত্রই একদল দুর্বৃত্তরা তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে ব্যাপক প্রহার করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।