ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন তাইজ উদ্দিন ও আবু তাহের। তাঁরা পিকআপভ্যানটির চালক ও চালকের সহকারী। অপর নিহত ব্যক্তি মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
ওসি আরো বলেন, পিকআপভ্যানটি মাছ নিয়ে মোহনগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। সেটি পথে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেন। এতে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপভ্যানে থাকা চালক, তাঁর সহকারী ও মাছ ব্যবসায়ী নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাকার দিয়ে পিকআপভ্যানটি থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি।