শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও লিটন দাসের খেলা অনিশ্চিত।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের জানিয়েছেন, অলরাউন্ডার সাকিব আল হাসান কিছুদিন বিশ্রাম চেয়েছেন। ইনজুরিতে ভুগছেন মাহমুদউল্লাহ। আর জুলাইয়ে বিয়ের পিঁড়িতে বসবেন লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই সফরসূচি চূড়ান্ত করা হবে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। দুই শতক এবং পাঁচটি অর্ধশতকে ৬০৬ রান করেন তিনি। এ ছাড়া ১১ উইকেটও শিকার করেন এ অলারাউন্ডার।
মাহমুদউল্লাহ বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিন ধরে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কাফ মাসুল ইনজুরিতে পড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
অন্যদিকে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পান লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯ বলে চারটি বিশাল ছক্কা ও আটটি চারের সাহায্যে অপরাজিত ৯৪ রান করেন।
সাকিব আল হাসানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বিসিবি। তবে তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয়টি বিসিবির বিবেচনায় রয়েছে।
শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবি এখনো দল ঘোষণা করেনি। এই তিন ক্রিকেটারের বদলি হিসেবে কারা থাকছেন সে বিষয়ে এখনো জানা যায়নি।