ঝালকাঠি সংবাদদাতাঃ-শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,
আমাদের দেশে সমবায় ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার
সেগুলো লুটপাট করে চলে যায়। তাই সরকার সরাসরি তদারকির জন্য পল্লী
সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমেই এখানে টাকাগুলো আসবে
এবং সরকারি নিয়মানুযায়ী এগুলো ব্যয় হবে। এ প্রক্রিয়া সফল করতে
সকলের দৃষ্টি রাখতে হবে। রোববার বেলা ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা
পরিষদ সংলগ্ন ঝালকাঠি পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ও ভবন উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি
আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তৃণমূল পর্যায়ে গ্রামভিত্তিক
উন্নয়ন শক্তিশালী করে দেশের সব গ্রামগুলোকে সমবায় ভিত্তিক করা। আর
এর জন্য আজকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে পতিত জমি
রয়েছে তার ব্যবহার করা। সবাইকে নিয়ে সমবায় ভিত্তিতে গ্রামগুলোকে
স্বাবলম্বী করে গড়ে তোলা। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই
প্রধানমন্ত্রী এই একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করেছেন। ৫৪০
জন করে একটি গ্রামের মানুষ এ প্রকল্পের সঙ্গে জড়িত হয়েছে। তারা
প্রকল্পে যে টাকা জমা দিচ্ছেন তার সমপরিমাণ টাকা তাদেরকে দেশ তথা
সরকার দিচ্ছে। এ প্রকল্প চালু হওয়ার কারণে পরিবারের সঞ্চয়গুলো আসছে
এবং প্রত্যেকটি পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা চাই
বাংলাদেশের প্রত্যেকটি পরিবার স্বাবলম্বী হয়ে বাংলাদেশ একটি সুখী
সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে উঠুক। এখন সবার দায়িত্ব হচ্ছে এ
প্রক্রিয়াকে সফল করে তোলা। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মো.
সুলতান হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের
ঝালকাঠি শাখা ব্যবস্থাপক পূর্ণিমা রানি ও রাজাপুর শাখা ব্যবস্থাপক
মো. আল আমিন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.
মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রমুখ।