দিল্লির দূষিত নগরী ছেড়ে বাংলাদেশের ঠিকানা এখন ভারতের রাজকোটে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিয়ে রাজকোটে পা রেখেছে বাংলাদেশ শিবির। রাজকোটে এসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আজ মঙ্গলবার মাঠের অনুশীলনে নেমে পড়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
রাজকোটে আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুশীলনে নেমেছে বাংলাদেশ। এখানে স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত চলবে অনুশীলন। এর পর একই ভেন্যুতে অনুশীলন করবে স্বাগতিক ভারত।
আগামী বৃহস্পতিবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। যদিও দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর খবরে বলা হয়েছে, আগামীকাল বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মহা’। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে।
গুজরাটের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, ‘এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত। ঘূর্ণিঝড় মহা ভয়ংকর আকার ধারণ করতে পারে।’
গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও মহার প্রভাব থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস, দুই রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টি হাতে পারে। বুধবার ও বৃহস্পতিবার গুজরাটে ভারি বৃষ্টি হতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে এই সংস্করণে গত আটবারের দেখায় ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। এই জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেছে বাংলাদেশ দল।