প্রত্যাশার চেয়েও বেশি আয় করছে হলিউড ছবি ‘জোকার’। দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসায় সিক্ত এ ছবি। আর এর প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির পর মাস পেরোলেও থেমে নেই জয়রথ।
গত ৪ অক্টোবর পুরো বিশ্বে মুক্তি পায় টড ফিলিপস পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘জোকার’। জোকিন ফিনিক্স অভিনয় করেছেন আর্থার ফ্লেক বা জোকারের ভূমিকায়। আর্থার আশির দশকের শুরুর দিকে গোথাম শহরের এক ব্যর্থ কৌতুক অভিনেতা। কাল্পনিক গোথাম শহর কেঁপে ওঠে জোকারের আতঙ্কে।
ফোর্বস সাময়িকীর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে আয়ে সমস্ত কমিক ছবিকে ছাড়িয়ে গেছে ‘জোকার’। মুক্তির পঞ্চম সপ্তাহে বিশ্বব্যাপী এ ছবির আয় দাঁড়িয়েছে ৯৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ছবির বাজেট মাত্র ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাজেটের তুলনায় ছবির আয় বিপুল।
জোকারের ট্রেইলার :
এদিকে, পরিচালক টড ফিলিপস ‘জোকার’-এর সিক্যুয়ালের প্রসঙ্গ তুললেও অভিনেতা ফনিক্স জানিয়ে দিয়েছেন, আর্থার ফ্লেক চরিত্রে তাঁকে আর দেখা যাবে না। এক চরিত্র দুবার করার পক্ষে নন তিনি।