মিডল ক্লাস মেন্টালিটি এর বেড়াজালে আটকে, অতলান্তিক চাওয়া পাওয়া- না পাওয়ায় ডুবে, ফার্স্ট ওয়ার্ল্ড এ ডেভেলপড ইকোনমি’র মোহনীয় হাতছানিতে, ইমিগ্র্যান্ট বাংলাদেশি মানুষগুলো, নিজেদের আইডেনটিটি খুঁজে ফেরে; ভাঙা আর গড়ার খেলায়- স্বপ্নের; মনোজগতের। সুখের সন্ধানে বাঁধা পরে সিসিফাস সিন্ড্রোমে। চক্রব্যুহে বদলে যায় বারবার- তাদের রূপ।
এই বদলে যাওয়া রূপ কিংবা চেহারা নিয়েই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপ।’
তৌকির আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হৃদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ. এস. নাঈমের মতো সব তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি আর নাটকের সম্পাদনা করেছেন তিনি। রূপ ধারাবাহিকটি যৌথভাবে লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরি। রূপ প্রদর্শিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির পর্দায়।
এতে আরো অভিনয় করেছেন- জুয়েল জহুর, আসিব চৌধুরি, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপা। আগামী ১৭ নভেম্বর থেকে প্রচারিত হবে প্রতি রবি ও সোমবার রাত ৯:৪০ মিনিটে।