ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে শনিবার রাতে দুই দল
জুয়াড়িদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে
হাবিব ও উজ্জল নামে দুই জয়াড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা
শেখপাড়া বাজারের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রশাসনের নাকের ডগায় শেখপাড়া বাজারে
দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালায় কুখ্যাত জুয়াড়ি আনোয়ার ও হাবিব।
এদের সহযোগি হিসেবে রয়েছে শেখপাড়া বাজারের উজ্জল, বসির, নজরুল ও
পদমদি গ্রামের সানোয়ার। শনিবার রাত ১০টার দিকে জুয়া খেলার টাকা
ভাগাভাগী নিয়ে আনোয়ার ও তার ভাই ছানোয়ার এবং হাবিব-নজরুল গ্রুপের
মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আনোয়ার, ছানোয়ার, হাবিব, নজরুল, বসির ও
জয়েলসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে নিকটস্থ ত্রীবেনি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ত্রীবেনি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা অজয়
কুমার সংঘর্ষের কথা স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি
তরিকুল ইসলাম জানান, সংঘর্ষে প্রাথমিক ভাবে ৬ জন আহত হওয়ার কথা
শোনা গেছে।
এ ব্যাপারে এখনো থানায় কেও অভিযোগ করেনি। মারামারির পর এলাকায়
উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসির অভিযোগ এই গ্রুপটি প্রশাসনকে
ম্যানেজ করে শেখপাড়া বাজারে জুয়া ও মাদকের রমরমা বানিজ্য চালিয়ে
আসলেও তাদের বিরুদ্ধে কেও টু-শব্দ করে না। পুলিশ প্রশাসন তাদের কব্জায়
আছে বলে বিভিন্ন সময় আনোয়ারসহ তার সাগরেদরা দম্ভোক্তি প্রকাশ করে।