কক্সবাজারের টেকনাফে গভীর রাতে কোমল পানীয় দিতে দেরি করায় এক দোকানদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খারাংখালী উত্তর স্টেশনের জাফর আলী মার্কেটে এক ঘটনা ঘটে।
গুলিত আহত যুবকের নাম আলমগীর। সে পূর্ব মহেশখালীয়া পাড়ার সোলতান আহমদের ছেলে। অভিযুক্ত সাদ্দাম হোসেন হ্নীলা মৌলভা বাজারের বন্দুকযুদ্ধে নিহত সোলতান আহমদ ওরফে চামড়া বাদশাহর ছেলে। অপর অভিযুক্ত আব্দুর রাজ্জাক পূর্ব মহেশখালীয়া পাড়ার আহমদ কবিরের ছেলে এবং জয়নাল আবেদীন খুইল্যা মিয়ার ছেলে।
জানা যায়, উল্লেখিত সময়ে সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন মিলে কোমল পানীয় নিতে আলমগীরের দোকানে ডাকতে এবং লাথি মারতে শুরু করে। তখন দোকানে ছোট ভাই তারেক ঘুমিয়ে ছিল। সে ভয়ে দোকানের নিচ দিয়ে ২টি কোমল পানীয় বের করে দেওয়ার চেষ্টা করলে সাদ্দাম চিৎকার শুরু করে। এ সময় তারেককে দোকান খুলে পণ্য দিতে বলেন বাবা। দোকান খুলতেই তারেককে ধাক্কা ও গুলিবর্ষণ করে সাদ্দাম। ভাগ্যক্রমে তা গায়ে লাগেনি।
দোকানদার আলমগীর গুলির শব্দ শুনে দ্রুত এসে এ বিষয় জানতে চাইলে সাদ্দাম তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাম উরুতে গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে এই ধরনের সন্ত্রাসী ঘটনা খুবই দুঃখজনক মন্তব্য করে এর সুবিচার দাবি করেন স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোছাইন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নাজমুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত সন্ত্রাসীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।