নড়াইলে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জামসহ ৬ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদরের তুলারামপুর গ্রামের রাজধানী পাড়ায় জামায়াত নেতা জাহিদুর রহমানের বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস হোসেন সদর থানার অফিস কক্ষে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া জামায়াত কর্মীরা হলেন- তুলারামপুর গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী ফিরোজা খানম (৪০),আব্দুর রউফ মোল্যা (৬৫), ছেলে শহিদুল ইসলাম (৩৮), আমজেদ ভূঁইয়ার ছেলে সোহাগ হোসেন ভূঁইয়া (৩২), বেলায়েত হোসেনের ছেলে আব্দুস সোবহান মোল্যা (৩০) ও আলমগীর হোসেন (৪০)।
সদর থানা সূত্রে জানা যায়, গোপন পুলিশ জানতে পারে ওই জামায়াত নেতার বাড়িতে জামায়াতের কর্মীরা গোপনে নাশকতার পরিকল্পনা উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এ সময় পুলিশের অভিযানে জিহাদি বই, গান পাউডার, কাচের গুড়াসহ বাড়ির মালিক জাহিদুরের স্ত্রী ফিরোজা বেগমসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলায় দায়ের করা হয়েছে।