শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

প্রকাশিত হলো বলিউড তারকা রণবীরের ‘জয়েস ভাই’য়ের ফার্স্ট লুক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৪ বার পড়া হয়েছে

চলতি বছরের মে মাসেই ঘোষণা এসেছিল, বলিউড তারকা রণবীর সিং এবার হবেন জয়েস ভাই। ‘এইটি থ্রি’র শুটিং শেষ হতে না হতেই সামনে এল ‘জয়েস ভাই জোরদারে’র ফার্স্ট লুক। গুজরাটি জয়েস ভাই হওয়ার জন্য রণবীর সিং বেশ কয়েক কেজি ওজন ঝরিয়েছেন। ছবিতে তা স্পষ্ট। আজ বেলা সাড়ে ১১টায় রণবীর সিং ইনস্টাগ্রামে জয়েস ভাই জোরদারের ফার্স্ট লুক শেয়ার করেছেন। আর মাত্র ১০ মিনিটের মাথায় ১ লাখের বেশি মানুষ পছন্দ করেছে এই ছবি।

ক্যাপশনে রণবীর সিং লিখেছেন, ‘জয়েস তো জোরদার!’ যশ রাজ ফিল্মস প্রযোজিত দিব্যাঙ্গ ঠক্করের লেখা এই ছবির স্ক্রিপ্ট পড়ে রণবীর সিং বলেছিলেন, ‘জাদুকরী চিত্রনাট্য’। দিব্যাঙ্গ ঠক্করই পরিচালনা করবেন ছবিটি। আর এটিই হবে এই পরিচালকের প্রথম ছবি। এর আগে রণবীর এই নবীন পরিচালকের সম্বন্ধে বলেছিলেন, ‘দেশের কিছু নামী চিত্রনির্মাতা আর পরিচালকের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি খুব খুশি, আজ এক নতুন প্রতিভাকে খুঁজে বের করতে পেরেছি। দিব্যাঙ্গের মতো তরুণ প্রতিভাবান লেখক ও পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছি।’

রণবীর সিং যখন কপিল দেব। ছবি: ইনস্টাগ্রামরণবীর সিং যখন কপিল দেব। ছবি: ইনস্টাগ্রামএই ছবিতে প্রথমবারের মতো রণবীর সিং একজন গুজরাটি যুবকের ভূমিকায় অভিনয় করবেন। আর ছবিতে রণবীর সিংয়ের পেছনে যে নারীদের দেখা যাচ্ছে, তাঁদের রক্ষা করবেন তিনি। ছবিটির গল্প নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত।

এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে রণবীর সিং চার্লি চ্যাপলিনের উক্তি বলেন, ‘যদি তুমি সত্যিকার অর্থে হাসতে চাও, তাহলে তোমাকে ব্যথা নিতে জানতে হবে। ব্যথা নিয়ে খেলতে জানতে হবে।’ ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে চার্লি চ্যাপলিনের এই কথাটা উল্লেখ করে বলেন, ‘জয়েস অন্য নায়কদের মতো নয়। ও খুব সাধারণ হৃদয়বান একজন মানুষ। যার কাজ তাঁকে শেষ পর্যন্ত আর সাধারণ থাকতে দেয় না। জয়েস খুবই অনুভূতিসম্পন্ন, ধৈর্যশীল আর সাহসী। সে পুরুষতান্ত্রিক সমাজে বড় হয়েও নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করে আর সে জন্য লড়াই করে।’

রণবীর সিং চার্লি চ্যাপলিনের দারুণ ভক্ত। ছবি: ইনস্টাগ্রামরণবীর সিং চার্লি চ্যাপলিনের দারুণ ভক্ত। ছবি: ইনস্টাগ্রাম৩৪ বছর বয়সী রণবীর সিং আরও জানিয়েছেন, এই চরিত্রটি ‘পদ্মাবতী’র আলাউদ্দিন খিলজি, ‘গালি বয়’ বা ‘কপিল দেবের চেয়ে একেবারে আলাদা, একেবারে নতুন। এই চ্যালেঞ্জে তিনি সফল হতে চান। চিত্রনাট্যকার ও পরিচালক দিব্যাঙ্গ ঠক্কররের প্রশংসাও ঝরে পড়েছে বলিউডের প্রথম শ্রেণির এই তারকার কথায়। রণবীর বলেন, ‘দিব্যাঙ্গ তাঁর হৃদয়, মন, মগজ উজাড় করে লিখেছেন। সে তার সর্বস্ব দিয়ে পরিচালনা করছে। আশা করছি, এই ছবি বিশেষ কিছু হবে। পুরোটা সময় আপনাদের হাসাবে, ভালোবাসাবে।’

ফ্যাশন আইকন হিসেবেও বেশ নামডাক আছে বলিউড তারকা রণবীর সিংয়ের। ছবি: ইনস্টাগ্রামফ্যাশন আইকন হিসেবেও বেশ নামডাক আছে বলিউড তারকা রণবীর সিংয়ের। ছবি: ইনস্টাগ্রামযশ রাজ ফিল্মসের প্রযোজক মনীষ শর্মাও বিশ্বাস রেখেছেন রণবীর সিংয়ের ওপর। বলেছেন, রণবীর সিংয়ের মতো একজন তারকার জন্য এই ধরনের চরিত্র বেছে নেওয়া অনেক সাহসের। আর সে এই চরিত্রের সঙ্গে ন্যায়বিচার করবে, সে বিষয়েও আত্মবিশ্বাসী এই প্রযোজক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451