রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মিরপুরের দুটি মরদেহ উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গতকাল অথবা পরশু ওই কাজের মেয়ে ওই বাসায় কাজে আসে। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কি-না সেটা এখনও জানা যায়নি। তবে তার একটা পালক পুত্র ছিল। সে সব সময় যাওয়া-আসা করতো। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা আরও জানার চেষ্টা করা হচ্ছে।