নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গ্রেপ্তারদের নাম আব্দুল্লাহ কবির, সোহেল, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসেন।
গতকাল রবিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সুধারাম থানার দুর্গানগর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।
মাহিদুজ্জামান বলেন, গ্রেপ্তার চারজনের কাছ থেকে বেশ কিছু উগ্র মতাবলম্বী বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।