বিজয় মানেই আনন্দ, আর এই আনন্দে ভিন্নমাত্রা যোগ করে বর্ণিল সব ফুল। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিজয় দিবস উপলক্ষে সাজ–সজ্জায় এ মাসে ফুলের ব্যবহার বেড়ে যায়। তাই বাড়তি ফুল এনে রেখেছেন রাজধানীর শাহবাগের ফুল বিক্রেতারা। তবে অনেক ফুল বিক্রেতার দাবি, এখনো বেচা–কেনা জমে উঠেনি। ব্যবসা জমে উঠতে আরো এক–দুদিন লাগবে। রাত পোহালেই শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই ফুলের বাজারের দোকানিরা এখন ফুলের ডালা তৈরিতে বেশি ব্যস্ত। ছবিগুলো শুক্রবারের।