নির্ভয়া-কাণ্ডের অন্যতম দণ্ডিত মুকেশ সিংহের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। এর ফলে মুকেশের জন্য ফাঁসি এড়ানোর কোনও পথই আর খোলা রইল না।
রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশের প্রাণভিক্ষার আর্জি বুধবার খারিজ করে বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোকভূষণ, বিচারপতি এস বোপানার বেঞ্চ। তাঁদের তরফে জানানো হয়, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনও তাড়াহুড়ো করা হয়নি। রাষ্ট্রপতি সমস্ত নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন।
ফাঁসির বাকি মাত্র তিন দিন। তার আগে প্রাণ বাঁচানোর সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিত। মুকেশকুমার সিংহ এবং পবনকুমার গুপ্তর আবেদন আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ।
ANB