বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় লিপু শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি
বাগেরহাট সদর মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।
জানা গেছে, আজ শুক্রবার সকালে ফকিরহাট মহাসড়কের কাকডাঙ্গা মোড়ে নছিমন থেকে ছিটকে পড়েন লিপু শেখ। এ সময় চলন্ত প্রাইভেট কারের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল হাসপাতালে নেওয়ারর পথে মারা যান তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম।