সময়টা ২০০৬ বা ২০০৭। ‘আই লাভ ইউ’ ছবির শুটিং চলছিল। আরাকু ভ্যালিতে। আমার প্রথম শট-টাই ওঁর সঙ্গে। আমি তো বেশ টেনশনে। একে তো আমার প্রথম বড় ব্রেক! সঙ্গে রবি কিনাগীর মতো বড় পরিচালক! এতেই শেষ নয়, উল্টোদিকের অভিনেতা তাপস পাল।
ঠিক এমন সময়েই পাশে দাঁড়ান সুদর্শন মানুষটি। আউটডোরে এসেই সব কিছু এমন ভাবে সহজ করে দিলেন যে আমি ভুলেই গেলাম, আমি ‘তাপস পাল’-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আর অদ্ভুত ভাবে শট-ও ‘ওকে’ হয়ে গেল। খেয়াল করে দেখলাম, এমনিতে চুপচাপ মানুষ। অথচ সেটে একদম আলাদা। দারুণ মজা করতেন। ‘আই লাভ ইউ’ ছবিতে আমার দাদা হয়েছিলেন উনি। বাস্তবেও ‘হি ওয়াজ লাইক আ বিগ ব্রাদার টু মি’। কেরিয়ারের শুরু সে সময়। কিচ্ছু বুঝতাম না জানেন, কী ভাবে ক্যামেরা ফেস করতে হয়, কী ভাবে শট দিতে হয়, টেকনিকাল জিনিসের খুঁটিনাটি…সব কিছু হাতে ধরে শিখিয়েছিলেন তাপস দা।
anbp