রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে দাবিকৃত
যৌতুকের টাকা না পেয়ে ̄স্বামী সহ শশুর বাড়ির লোকজন নার্গিস আ৩ার (২০) ও নূর
বানু (৩৫) নামে দুই গৃহবধুর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে। রোববার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম ও সোমবার
সকালে ̧তিয়াব এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধু নার্গিস আ৩ার উপজেলার তালাশপুর এলাকার জুলহাস
মিয়ার মেয়ে ও নূর বানু নাওড়া এলাকার মৃত আব্দুর রহমান সাউদ এর মেয়ে।
গৃহবধু নার্গিস আ৩ারের বাবা জুলহাস মিয়া জানান, জুলহাস মিয়া একজন
গ্রাম পুলিশ। এ কাজ করে কোন রকম তার সংসার চলে। গত ৬ মাস আগে উপজেলার
পূর্বগ্রাম এলাকার আউয়াল মিয়ার ছেলে বাবুর স১ে⁄২ মেয়ে নার্গিস আ৩ারকে
বিয়ে দেন। বিয়ের সময় মেয়ের সুখের চিন্তা করে শশুর বাড়ির লোকজনকে নগদ দের লাখ
টাকা, ̄^র্ণালংকারসহ আসবাবপত্র প্রদান করা হয়। বিয়ে কিছুদিন পর থেকেই
যৌতুকের ৫০ হাজার টাকার দাবিতে ̄^ামী ও শ^শুর বাড়ির লোকজন নার্গিস
আ৩ারের উপর নির্যাতন চালানো শুরু করে। রোববার রাতে মেয়ের জামাই বাবু, শশুর
আউয়াল মিয়াসহ শশুর বাড়ির লোকজন নার্গিস আ৩ারের কাছে ফের যৌতুকের
টাকা দাবি করেন। যৌতুকের টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়
নার্গিস আ৩ার। এতে ক্ষিপ্ত হয়ে ̄^ামী, শশুর, শাশুরি, ভাসুরসহ তাদের লোকজন
নার্গিস আ৩ারকে ঘরের ভেতর আটকে রেখে রড ও লাঠিপেটা করে শরীরের বিভিন্ন
̄’ানে জখম করে। পরে ̄’ানীয় লোকজন নার্গিস আ৩ারকে আহত অব ̄’ায় উদ্ধার করে
উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লে∙ে ভর্তি করা হয়েছে।
অপর গৃহবধু নুর বানুর ভাই আইয়ুব হোসেন জানান, ২৫ বছর আগে উপজেলার
̧তিয়াব এলাকার ফটিক মিয়ার ছেলে মোহাম্মদ আলীর স১ে⁄২ নূর বানুর বিয়ে হয়।
বিয়ের বেশ কয়েক বছর পর থেকেই মোহাম্মদ আলী পারিবারিক বিভিন্ন বিষয়াদি
নিয়ে নূর বানুর উপর নির্যাতন চালাতো। এর জের ধরেই সোমবার দুপুরে ̄^ামী
মোহাম্মদ আলী, শশুর বাড়ির সদস ̈ ফটিক, জোলেখা বিবি, পাগলা চান, তোতা
মিয়াসহ অজ্ঞাত ২/৩ জন নূর বানুকে লাঠিপেটা করে শরীরের বিভিন্ন ̄’ানে জখম
করে। এক পর্যায় ̄^ামী মোহাম্মদ আলী গৃহবধু নূর বানুকে দা দিয়ে কুপিয়ে
জখম করে। পরে ̄’ানীয় লোকজন নুর বানুকে ̧রুতর অব ̄’ায় উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লে∙ে
ভর্তি করা হয়। পৃথক ঘটনায় অভিযু৩দের স১ে⁄২ যোগাযোগ করে তারা তাদের বিরুদ্ধে
আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ ̈া বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পৃথক ̄’ানে
গৃহবধু নির্যাতনের ঘটনা জানা নেই। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত মোতাবেক
ব ̈ব ̄’া গ্রহন করা হবে।ৃ