টস হেরে বোলিংয়ে নামা টাইগাররা প্রথম ৪ ওভারই পেয়েছে মেডেন। প্রথম ওভারে বোলিং করেন এবাদত হোসেন, রান দেননি। আবু জায়েদ রাহীর পরের ওভার থেকেও কোনো রান নিতে পারেননি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।
তৃতীয় ওভারে এসে আবারও মেডেন দেন এবাদত, চতুর্থ ওভারেও লাইন লেহ্ন নিয়ন্ত্রণে রেখে বোলিং চালিয়ে যান রাহী। ফলে প্রথম চার ওভারে রানশূন্যই থেকে যায় জিম্বাবুয়ে।
এবাদতের করা পঞ্চম ওভারে রানের খাতা খুলে জিম্বাবুয়ে। তবে সেটাও ব্যাট থেকে নয়, ওয়াইড থেকে। ওভারের দ্বিতীয় বলটি অফস্ট্যাম্পের অনেক বাইরে দিয়েছিলেন এবাদত, আম্পায়ার দুই হাত প্রসারিত করে ওয়াইডের সিগন্যাল দেন।
ইনিংসের ষষ্ঠ ওভারে এসে আরেকটি মেডেন দিয়েছেন আবু জায়েদ রাহী। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান এখন ১ উইকেটে হারিয়ে ৩০।