করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান মারা গেছেন। গতকাল রবিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আব্দুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে থাকতেন রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায়। তাঁর স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের রিপোর্টে তিনি করোনা নেগেটিভ হন। কিন্তু অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে চিকিৎসা নিচ্ছিলেন।