দিনাজপুর সদরে ও বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাসর্টামিনালে এবং বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুরের নাফানগর ঈদ মাঠের সামনে এই দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন- শহরেরশেখপুরা বালুবাড়ী এলাকার মুদি দোকানদার মো. নঈম উদ্দিন (৬০) ও বোচাগঞ্জ উপজেলার ৬নম্বর রনগাও ইউনিয়নের চনিয়া গ্রামের মৃত্য মহিনাথ রায়ে ছেলে গুনধর চন্দ্র রায় (৬৮)। এর মধ্যে সাইকেল আরোহী নঈম উদ্দিন ট্রাকের ধাক্কায় এবং মোটরসাইকেল আরোহী গুনধর চন্দ্র রায় ট্রলির ধাক্কায় মৃত্যু বরণ করেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নঈম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গুনধর চন্দ্র রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন বোচাগঞ্জ উপজেলার ১নম্বর নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেছ শাহান।