মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ উদযাপন উপলক্ষ্যে আইইউবি’র সিরিজ ওয়েব সেমিনার সম্পন্ন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সিরিজ ওয়েব সেমিনারের আয়োজন করা হয়, যার মধ্যে তিনটি ওয়েব সেমিনার সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক প্রথম ওয়েব সেমিনারের আয়োজন করা হয় চলতি বছরের ১৭ আগস্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, ডা. দীপু মনি। অনুষ্ঠানটি আইইউবি’র ইউটিউব এবং ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।

সেমিনারে অন্যান্য সম্মানীয় বক্তারা হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, ড. কামাল চৌধুরী, ইউজিসি অধ্যাপক, ফখরুল আলম, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জনাব এ মতিন চৌধুরী ও আইইউবি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান, জনাব আব্দুল হাই সরকার। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ, জনাব খন্দকার মো. ইফতেখার হায়দার।

ডা. দীপু মনি তার বক্তব্যে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং একটি সমৃদ্ধ দেশ গঠনে মানসম্মত উচ্চশিক্ষার ওপর জোর দেন। বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে দীপু মনি গুরুত্বারোপ করেন। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইউবি’র ইংরেজি বিভাগের অধ্যাপক, আহমেদ আহসানুজ্জামান।

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং ২০২০’ শীর্ষক দ্বিতীয় ওয়েব সেমিনারের আয়োজন করা হয় ১৯ আগস্ট। এতে আলোচক হিসেবে ছিলেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জমির, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব এএসএম আলী কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ। বক্তারা বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর গণতান্ত্রিক, প্রগতিশীল ও অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ, জনাব খন্দকার মো. ইফতেখার হায়দার এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন রাজু। অনুষ্ঠানটি আইইউবি’র ইউটিউব এবং ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ – বিশ্ব এবং আঞ্চলিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর দৃষ্টিতে স্বাধীন বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক তৃতীয় ওয়েব সেমিনারের আয়োজন করা হয় ২২ আগস্ট। এই অনুষ্ঠানটিও আইইউবি’র ইউটিউব এবং ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম, এমপি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর বৈদেশিক নীতির ওপর বিশদ আলোচনা করে বলেন, তার এ নীতি বিশ্বকে সাফল্যজনক পর্যায়ে নিয়ে যেতে আজও অপরিহার্য।

আলোচনায় আরো অংশ নেন আইইউবি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার এবং আইইউবি’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইমতিয়াজ এ হুসেইন। তারা এই অঞ্চল ও সারা বিশ্বের কাছে বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ ও উদার দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর প্রগতিশীল চিন্তা ও কৌশল নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ জনাব খন্দকার মো. ইফতেখার হায়দার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত এবং আইইউবি’র বে অব বেঙ্গল ইনস্টিটিউট প্রোজেক্টের সিনিয়র ফেলো জনাব তারিক এ করিম। ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে আইইউবি সারা বছর এ ধরনের আরো ভিন্নধর্মী কার্যক্রম বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451