ধীরে ধীরে ঘনিয়ে আসছে আইপিএল। করোনা পরিস্থিতি মাথায় রেখেই এবার আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে আইপিএলের আসর। কিন্তু শুরুর আগেই বড় ধাক্কা! চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুবাইয়ে বৃহস্পতিবার দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। আক্রান্তদের একজন ভারতীয় ক্রিকেটার বলে জানা গেছে।