বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী বলেছেন, সীমান্তে প্রতিনিয়তই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করা গেলে হত্যা বন্ধ হবে না।
মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাইয়ের গান্ধি আশ্রম ও পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধি দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। সেই চেতনা ধারন করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহামানবের অসামান্য অবদানের কথাও শিকার করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।