বরিশালের উজিরপুরে বাস, কার্ভাডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত যানা যায়নি। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে রোগী নিয়ে বরিশাল যাওয়ার পথে উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রীর মৃত্যু হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।