নেইমার তো তিন বছর আগেই চলে গিয়েছেন পিএসজিতে। বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর অপর সদস্য লুইস সুয়ারেসও গতকাল পাড়ি জমালেন লা লিগার আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। মেসি ত্রিশোর্ধ বয়সেও দুর্দান্ত ফুটবল খেললেও সুয়ারেস ধার হারিয়ে ফেলেছিলেন। তাই বার্সেলোনা থেকে অশ্রুভেজা চোখে বিদায় নিতে হয়েছে তাকে। বন্ধুর বিদায়ে একা হয়ে পড়া মেসি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। প্রকাশ্যে ক্লাবের সমালোচনা করেছেন তিনি।
কিছুদিন আগেই মেসি বার্সা ছাড়ার ঘোষণা দিয়েও ক্লাব সভাপতি বার্তামেউয়ের ‘প্যাঁচে’ এক বছরের জন্য থেকে গেছেন। সুয়ারেসের বিদায়বেলাতেও অনেক প্যাঁচ কষেছেন বার্তামেউ। ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘ওরা যেভাবে তোমাকে ক্লাব থেকে বের করে দিল, এটা তোমার প্রাপ্য ছিল না। কিন্তু সত্যিটা হলো, সাম্প্রতিক সময়ে যা হচ্ছে তাতে আমি কোনো কিছুতেই আর অবাক হই না। আমি বেশ কয়েক দিন ধরেই আভাস পাচ্ছিলাম এমন কিছু হতে যাচ্ছে, তবু আজ যখন লকার রুমে ঢুকলাম ব্যাপারটার গুরুত্ব পুরোপুরি টের পেলাম।’
বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোমান দায়িত্ব নিয়েই সুয়ারেসকে ক্লাব ছাড়ার দরজা দেখিয়ে দিয়েছিলেন। তখন এত তীব্র আপত্তি জানিয়েছিলেন মেসি। প্রিয় বন্ধুকে ছাড়া কিভাবে সময় কাটাবেন তা বুঝতে পারছেন না আর্জেন্টাইন জাদুকর, ‘তোমার সঙ্গে প্রতিদিন কাটানো কী কঠিনই না হবে! সেটা মাঠে যেমন, মাঠের বাইরেও। তোমার অভাব খুব ভালোভাবে টের পাচ্ছি। কতগুলো বছর, কত শত মাতে (দক্ষিণ আমেরিকান পানীয়), কত লাঞ্চ, ডিনারের স্মৃতি; প্রতিটি দিন একসঙ্গে কাটানো সময়ের অনেক স্মৃতি যা কখনই ভোলা যাবে না।’