টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কে সাগরদিঘী বাজার অংশে চার রাস্তার মোড়ে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক বেহালের কারণে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে এ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়কের কামালপুর থেকে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দবন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলছে। কাজটি তদারকি ও তত্ত্বাবধান করছে ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান ভাওয়াল কন্সট্রাকশন। এ পর্যন্ত সড়কের অর্ধেক কাজ শেষ হলেও সাগরদিঘী বাজারের চার রাস্তার মোড়ে কোনো কাজ না করে খোঁড়াখুঁড়ি করে প্রায় ৪/৫ মাস যাবৎ ফেলে রাখা হয়েছে। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সামন্য বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে সাগরদিঘী-ঘাটাইল সড়ক, সাগরদিঘী-সখিপুর সড়ক, সাগরদিঘী-মধুপুর সড়ক এবং সাগরদিঘী-ভরাডোবা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজটের সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঘাটাইলের পাহাড়িয়া এলাকাটি আনারস, কাঁঠাল ও সবজিপ্রধান এলাকা। এই এলাকার উৎপাদিত সকল ফল-ফসল-সবজি সাগরদিঘী বাজার এলাকা হয়ে ঢকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ফলে সাগরদিঘী চৌরাস্তা এলাকা দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু সড়কে বড় বড় গর্তের কারণে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন প্রতিদিনই বিকল হয়ে পড়ে। সৃষ্টি হয় যানজট। এ অবস্থায় পাহাড়ি এলাকার কাঁঠাল, আনারসসহ নানা ফল ও সবজির মতো পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের।
সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, সাগরদিঘী ব্যবসানির্ভর এলাকা। সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে এলাকার জনসাধারণের হাট-বাজার, ব্যবসা-বাণিজ্য ও য়াতায়াতে নজিরবিহীন ভোগান্তি হচ্ছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার বলা হলেও তারা পাত্তাই দিচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী ফকরুদ্দিন বাচ্চু বলেন, বাজার এলাকার সড়কের যে অংশ বাকি আছে সে অংশের কাজ করা হবে ঢালাইয়ের মাধ্যমে। কিন্ত টেন্ডারে ঢালাই ধরা ছিল না। ঢালাইয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদান পেলেই কাজ শুরু করা হবে।
টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, সাগরদিঘী বাজারের চার রাস্তা মোড়ের কাজ হবে ঢালাইয়ের মাধ্যমে কিন্ত টেন্ডারে ঢালাই ধরা ছিল না। নতুন করেন ৬৬৮ মিটার সড়কের কাজ সিসি ঢালাইয়ের মাধ্যমে করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এখনো অনুমোদন হয়নি তাই বিলম্ব হচ্ছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।