গত ২৪ ঘণ্টায় মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার দু’শ ১৯ জনে। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আরো এক হাজার চারশ ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৬২ হাজার ৪৩ জন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।