নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৬তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) নড়াইলের জেলা প্রসাশন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সে আয়োজন করা হয়, কোরানখানি, মিলাদ মাহফিল, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আন্জুমান আরা,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। দুরারোগ্য নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।